1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজার অবৈধ কাগজবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না পুলিশ সুপার জাকারিয়া


 

রিপন আহমদ, মৌলভীবাজার থেকে:: মৌলভীবাজার শহরে কোন অবৈধ পার্কিং রাখা যাবে না বললেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

আজ বুধবার ২৭)জানুয়ারি সকাল ১১ টায় মৌলভীবাজার শহরে কাঁচাবাজার সম্মুখে ট্রাক স্ট্যান্ডে পাকিং নিয়ে কেন্দ্র করে ট্রাফিক সার্জনের সাথে চালকদের বাকবিতণ্ডা হলে চালকেরা রাস্তা অবরোধ করলে চালকদের সাথে পুলিশের এক সমঝোতা বৈঠকে তিনি এসব কথা জানান।

তিনি আরো জানান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ  পয়েন্ট গুলোতে কোন অবৈধ গাড়ি পার্কিং রাখা যাবেনা এবং অবৈধ কাগজবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না।

কাঁচা বাজার বাস স্ট্যান্ডের সাধারণ সম্পাদক মোবারক মিয়া জানান আজ  সকাল ১১টায় চালাক মহাব্ব উল্লাহ ঢাকা মেট্রো ন১৪- ৭২২৪ নাম্বারের গাড়িটি স্ট্যান্ডে পাকিং করছিল এমন সময় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ উল্লাহ চালককে চড় মারেন এতে সর্বস্তরের চালকরা ট্রাক রাস্তারর মধ্যেরেখে ঘণ্টাব্যাপী  মৌলভীবাজার  আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।

পরে খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে  এক সমঝোতার মাধ্যমে অবরোধ উঠিয়ে নিতে বাধ্য হয় চালকরা।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet