
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
রিপন আহমদ, মৌলভীবাজার থেকেঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মৌলভীবাজারে ভূমি ও গৃহহীন ৫৪২টি পরিবারের জন্য ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও প্রদান অনুষ্ঠান।
আজ শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ঘটিকায় মৌলভীবাজার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় আশ্রয়হীন প্রকল্প-২ এর অধীনে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান , অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মামুনুর রশি।পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।