1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারে জেলা পরিষদ উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩ জন


নিউজ পয়েন্ট ডেস্ক::  জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে মৌলভীবাজারে দুইজন এবং  সদস্য পদে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ বুধবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  হিসেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

একই পদে বিকেল বিকেল চার ঘটিকায় স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম (সিআইপি) মনয়নপত্র দাখিল করেন। এছাড়াও জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র  দাখিল করেছেন মাহবুবুর রহমান।

উল্লেখ্য গত  ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং ১৬ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র ক্রয় শুরু হয়। মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ তারিখ ছিল আজ বুধবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet