নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
রিপন আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে যথাযত মর্যাদায় জেলা ছাত্রলীগের জাতীয় পতাকা উত্তোলন কেক কাটা ও আলোচনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
আজ সোমবার (৪ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম এর সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান।