
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর জামে মসজিদে পবিত্র শবে কদরের রাতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদের একাধিক মুসল্লি।
জানা গেছে, পবিত্র শবে কদরের রাতে এক মুসল্লি একটি ডিম মসজিদে দান করেন। রোববার (৭ এপ্রিল) দুপুরে এ ডিমটি মসজিদ কমিটি উন্মুক্ত নিলামে তুলেন। এ সময় মসজিদের মুসল্লিরা নিলামে অংশ নেন। প্রথম নিলাম ডাকে ডিমের দাম ওঠে ৫০০ টাকা। এরপর একে একে ডিমের দাম বাড়তে থাকে। একপর্যায়ে এ ডিম ১৯ হাজার টাকায় নিলামে ডাক পড়ে। অবশেষে সালেহ আহম্মদ নামের এক ব্যবসায়ী এ ডিমটি ১৯ হাজার টাকায় নিলামে কিনে নেন।
সালেহ আহম্মদ বলেন, ‘এ ডিম কিনতে পারায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি এ ডিম কিনেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। মসজিদের এ জিনিস বেশি দামে কেনায় আখেরাতে কাজে আসবে।’
মসজিদ কমিটি থেকে জানা যায়, এদিন একটি আতাফল নিলামে উঠলে তা এক হাজার পাঁচ টাকায় বিক্রি হয়েছে।