
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
চিফ রিপোর্টার:: মৌলভীবাজার মিথ্যে তথ্য দিয়ে মামলা করায় মামলার বাদীর শাস্তির নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলী আহসান।
বুধবার ৯ নভেম্বর আসামীদের জামিনের আবেদন বিজ্ঞ আইনজীবী জামাল আহমদের শুনানীকালে সুদের বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে
মামলার বাদী সুন্দর আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মৌলভীবাজার মডেল থানাকে নির্দেশ প্রদান করেন ।
এ সময় মামলার বাদী সুন্দর আলীকে কোর্ট কাষ্টরিতে প্রেরন করেন, আদালত সুত্র জানা যায়, সুন্দর আলীর নিকট থেকে ৪ লাখ টাকা মেয়ের বিয়ের জন্য ঋন নিয়ে ফেরৎ না দেওয়ার অভিযোগ এনে নিতেশ দাশ ও গীতা রানীর দাশের বিরুদ্ধে মামলা করেন। মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে জামিনের শুনানির সময় বিজ্ঞ বিচারক স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান ও আসামী নিতেশ দাশের বক্তব্যে জানতে পারেন, চিকিৎসার জন্য সুন্দর আলীর নিকট থেকে নিতেশ দাশ ও গীতা রানী দাশ ২৫ হাজার টাকা সুদে নেন। সময় মতো টাকা পরিশোধ করতে না পারায় সুন্দর আলী জাল চুক্তি পত্র তৈরী করে মামলা দেন। বাদী সুন্দর আলী এলাকার একজন প্রখাত্য সুদ কারবারী। উক্ত আবৈধ ও আনিবন্ধিত সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধ আইননানুগ ব্যবস্থা নেওয়ার বিষয় উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। বিজ্ঞ আদালত সুদ কারবারী সুন্দর আলী কাষ্টরি করার আদেশ ও মৌলভীবাজার মডেল থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন। মৌলভীবাজার জেলা আইনজিবী বারের সাধারন সম্পাদক মোঃ বদরুল হোসেন ইকবালসহ উপস্থিত আইনজীবিগনকে গরীব অসহায়, ও নির্যাতিত সুবিধা বঞ্চিত মানুষকে আইনী সেবা প্রদান, মিথ্যা ও হয়রানী মূলক মামলা দায়েরের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরুধ করেন। মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি পিপি এ,এস,,এম আজাদুর রহমান বলেন, অনিবন্ধিত সুদের কারবার হ্রাস পাবে। মৌলভীবাজার সমিতির সাধারন সম্পাদক মোঃ বদরুল হোসেন বলেন, আদালত যে দৃষ্টান্ত মূলক আদেশ দিয়েছেন যার ফলে সমাজে নিরীহ ও নির্যাতিত মানুষ অবৈধ ও অনিবন্ধিত সুদের কারবারীদের করাল গ্রাস থেকে মুক্তি পাবার আশার সঞ্চার হয়েছে। পাবলিক প্রসিকিউটর রাধাপদ দেবরসজল বলেন, সুদ মানুষকে প্রকৃত অর্থনৈতিক কর্যকলাপ থেকে ফিরিয়ে রাঁখতে আদালতের উক্তরুপ আদেশের ফলে সমাজে অবৈধ সুদের কারবারের সংখ্যা হ্রাস পাবে বলে জানান।