নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
রিপন আহমদ, মৌলভীবাজার থেকে:: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখার প্রতিবাদে।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবন প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা ইউনিটের সদস্য অ্যাডভোকেট সৈয়দ নেপুর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন।
মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন- জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বকসী জুবায়ের আহমদ- জেলা আইনজীবী ও জেলা বিএনপির সহ আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোবিন্দ মোহন পাল উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং উচ্চ আদালতের কাছে ন্যায় বিচার আশা করেন।