নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
ভোলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর প্রেমিকের সাথে দেখা করতে এসে গণধর্ষণের শিকার হয়েছে ২০ বছর বয়সী এক তরুণী। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ভিকটিম। গতকাল বৃহস্পতিবার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মো. রাকিব (২৫) ও মো. মিজান (২৩)। মামলা সূত্রে জানা গেছে, ভিকটিমের সাথে প্রায় ৫/৬ মাস আগে মো. মিরাজের (২৫) মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন প্রেম চলার পর গত সোমবার রাতে ওই নারীকে দেখা করতে বলে মিরাজ। পরে রাতে দেখা করতে আসলে প্রথমে মিরাজ পরে তার বন্ধু রাকিব ও মিজানসহ মোট ৫ জন গণধর্ষণ করেন ওই তরুণীকে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমিন গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই তরুণী বৃহস্পতিবার দুপুরে থানায় এস সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে রাতেই উপজেলার সাচড়া এলাকা থেকে রাকিব ও মিজান নামে দুই দুই আসামিকে গ্রেফতার করা হয়।
সৌজন্যে : বিডি প্রতিদিন