
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
দক্ষিণ সুরমা প্রতিবেদকঃ দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর (সুলতান পুর) এ মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি।
শুক্রবার ( ০২ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় শুভ উদ্বোধন পরবর্তী এক উদ্বোধনী সভাও অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী এবং জাহেদ হাসান রাজুর যৌথ সঞ্চালনায় অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার এর সভাপতিত্বে এবং অত্র প্রতিষ্টানের ম্যানেজিং কমিটির সভাপতি দয়াল উদ্দিন তালুকদার এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জনাব ওয়েছ আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব পীর মোঃ ফয়জুল হক ইকবাল, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব মুহিদ হুসেন।
এছাড়াও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জবাব ফেরদৌস মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আশিক আলী, লালাবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম আহমদ, আওয়ামী লীগ নেতা জনাব তোয়াজিদুল হক তুহিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাংবাদিকতা ও গণযোগাযোগ সম্পাদক সুবেলুর রহমান চৌধুরী, লালাবাজার ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার রৌসন আহমদ, জাতীয় শ্রমীকলীগ লালাবাজার ইউনিয়ন শাখার আহবায়ক জনাব আব্দুল হুসেন, লালাবাজার ইউনিয়ন যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, সিলেট ল কলেজ ছাত্রলীগ নেতা মাহবুব আহমদ, সমাজকর্মী আবু সাঈদ হিরণ, শহীদ আহমদ, মহী উদ্দিন, রিয়াজ উদ্দিন তালুকদার, জয়নাল আবেদীন, এনাম তালুকদার, আব্দুর নূর, লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী শাহ্ দেলোয়ার, দরছ মিয়া,নূর উদ্দিন, লেখন মিয়া সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।