নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ৫ মে, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ রাজাপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নির্মাণাধীন গৃহ ভাংচুরের অভিযোগে মামলা ধায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে বড়ইয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সমর কৃষ্ণ মিত্র বাদী হয়ে অজ্ঞাতসহ ২৩ জনকে আসামি করে মামলা ধায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্পের অধীনে যার জমি নেই, ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য উত্তমপুরে গৃহ নির্মাণ কাজ শুরু করে উপজেলা প্রশাসন।
স্থানী সোহেল, ইউপি সদস্য মনিরউজ্জামান, গোলাম মোস্তাফা মহারজসহ অজ্ঞাত ১৫-২০ জন ওই জমিতে বালু ভরাটসহ নির্মাণ কাজে বাধা দিয়ে আসছিলেন। এতের কাজ বন্ধ না হওয়ায় সোমবার রাতের আঁধারে তারা নির্মাণাধীন গৃহের দেয়াল ভেঙ্গে ফেলে।
অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য মো. মনিরউজ্জামান অভিযোগ অস্বীকার জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাতদিনের মধ্যে জবার চেয়ে নোটিশ করায় সে ক্ষিপ্ত হয়ে ঘটনাটি সাজিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজপয়েন্ট সিলেট/ এস আর