নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি:: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে বড়লেখা উপজেলার ৫০টি হতদরিদ্র পরিবারকে দুই শতাংশ ভূমি এবং ৫০ টি পাকা ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়া হয়।
রোববার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দুই শতাংশ করে দেয়া ভুমির রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। উপজেলা ভুমি অফিস ও সাব-রেজিষ্ট্রার অফিসের সার্বিক তত্ত্ববধানে ভুমিহীনদের নামে জমির কবুলিয়ত সম্পাদন করে দেয়া হয়।
এর আগে গৃহহীন এসব পরিবার প্রতি ২ শতাংশ করে প্রদানের জন্য খাস জমি চিহ্নিত করা হয়। ইতিমধ্যে এসব গৃহহীনদের অধিকাংশ ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২৩ জানুয়ারী উপকারভোগীদের মধ্যে নবনির্মিত পাকা ঘরের চাবি হস্তান্তর করা হবে।
দলিল রেজিষ্ট্রীকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, সাব রেজিষ্ট্রার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, দক্ষিণ ভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সদর ইউপির চেয়ারম্যান সিরাজ উদ্দিন, দক্ষিণ ভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন প্রমুখ।