1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১০ জুলাই, ২০২১

মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আহ্বান


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পে অনিয়মকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে তাদেরকে কঠোর শাস্তির আহবান করেছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

 

শনিবার (১০ জুলাই) সকালে তার নিজ বাস ভবন আজিমনগর ইউনিয়নের চরচান্দ্রা গ্রামে স্থানীয় সংবাদকর্মীদের এসব কথা বলেন।

মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, সরাদেশের ন্যায় আমার নির্বাচনি এলাকা ফরিদপুর-৪ এর ভাঙ্গা উপজেলায় ৩৮৯টি ও চরভদ্রাসন উপজেলায় ৩৫০টি ঘর নির্মান করে তৎসময়ের উপজেলা নিবার্হী কর্মকর্তাগন। সে সময় খুবই নিম্মমানের সামগ্রী দিয়ে ঘরগুলি তৈরী করে তারা অনত্র বদলী হয়ে চলে যায়। কিন্তু ঘরগুলো যাদের মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে তারা অনেকেই ঘরে যাচ্ছেনা। কারণ যেকোন সময়ে ঘরগুলিতে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার কাছে প্রতিনিয়তই এ বিষয়টি নিয়ে এলাকা থেকে অভিযোগ আসছে। আমি সরকারের প্রতি আহবান জানাব এসব নির্মানকৃত ঘরগুলোকে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

 

 

নিক্সন চৌধুরী বলেন, অনিয়ম করে ঘর তৈরী করায় এখন সেই ঘর সেসব অসহায় পরিবারদের মাঝে আতঙ্কের কারন হয়ে দাড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ দুর্নীতি দমন কমিশনের কাছে আমার আহবান থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রকল্প নিয়ে যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে।

 

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা আজিমউদ্দিন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet