1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৮ মে, ২০২১

মুক্তিযোদ্ধাদের মাঝে সিলেট বিভাগ যুব কমান্ডের ঈদ উপহার সামগ্রী বিতরণ


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ  সিলেট বিভাগ যুব কমান্ড এর উদ্যোগে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার অনুদান,ভোগ্য পন্য বিতরণ ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন করা হয় আজ শনিরবার ( ৮মে )

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন,  শাহজালাল বিশ্ববিদ্যালয়ের  প্রফেসর ড. ফারুক মিয়া, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মি,সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এড বদরুল ইসলাম জাহাঙ্গীর। সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এড.আলাউদ্দিন, এড জয়াশ্রী দাশ জয়া।

আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ যুব কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার মরিয়ম পারভিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রোটারিয়ান আজাদ কামাল। উপস্থি ছিলেন কমিটির সহ সভাপতি
আজহার উদ্দিন জাহাঙ্গীর,নজরুল ইসলাম ফারুকি,সুমন হোসেন (সহ সম্পাদক),তৃষ্ণা চক্রবর্তী -সহ সাধারন সম্পাদক,রেশমা জান্নাতুল রুমা- আন্তর্জাতিক বিষয়ক সমপাদিকা বিভাগীয় সদস্য
এনামুল হক-জামাল তরফদার, সুরাইয়া জামান,তৃষ্ণা ইসলাম,তৃনমুল নারী উদ্দ্যোক্তা
সাধারন সম্পাদক, শাহানা চৌঃনয়ন।

উল্লেখ্য  মুক্তিযোদ্ধা কল্যান ও পুনর্বাসন সোসাইটি,কেন্দ্রীয় যুব কমান্ড এর সভাপতি এ্যাডঃ নাজিম উদ্দিন বাবু এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ খালেদ বিন মাসুদ এর কাছে যারা আমাদের এই মহতীয় কাজ করার সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্টরা বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet