নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১৪ মে, ২০২১
নিউজপয়েন্ট সিলেট বিনোদন ডেস্কঃ মা হতে চলেছেন মডেল ও অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। বুধবার নেটমাধ্যমে এবং বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এই খবর দেন তিনি। সেখানে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। তার মধ্যে স্বামী রঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গেও ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী।
মাতৃত্বের অনুভূতি সম্পর্কে সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, মাতৃত্ব এমন এক অনুভূতি, একটা ছোট্ট প্রাণ আপনার মধ্যে কীভাবে ধীর ধীরে বেড়ে ওঠে তা শেখায়।
জাজমেন্ট ডে-তে অভিনয় করেছেন শ্রাবন্তী। এছাড়াও মডেলিংও করেন তিনি। তার স্বামী বর্ধমানের একটি সরকারি স্কুলের শিক্ষক। আর ‘জাজমেন্ট ডে’, ‘নক্সাল’ খ্যাত শ্রাবন্তীর পেশার কেন্দ্রবিন্দু কলকাতা।
ফলে বছরের অর্ধেক সময় কেটে যায় আলাদা থেকে। ৭ বছরের দাম্পত্য রঞ্জন এবং শ্রাবন্তীর। কিন্তু দূরে থাকার জন্য সন্তানের পরিকল্পনা করা যায়নি।
করোনা মহামারির সময়ে স্বামীর সঙ্গে অনেকটা সময় কাটাতে পারছেন শ্রাবন্তী। আর তার পরই এই সুখবর দিলেন তিনি।