
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ৯ মে, ২০২১
সাহিত্য ডেস্কঃ মা দিবসে নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি নীলাঞ্জনা শর্মার লেখা কবিতা-
মা
কলমে- নীলাঞ্জনা শর্মা
★★★★★★★★★★★★★★
মা শব্দটা ছোট্ট হলেও এর বিশালতা বেশি
তাইতো সবার থেকে বেশি মাকে ভালোবাসি।
মা যে আমার হীরা, মণি, সাত রাজার ধন
মা যেনকো দুঃখ পায়না এটাই আমার পণ।
বিশ্বটাকে প্রথম আমার মায়ের চোখেই দেখা
মায়ের হাতেই হাতেখড়ি আর প্রথম পড়ালেখা।
মায়ের কাছেই প্রথম আমার নামটি ছিল খুকি
মায়ের চোখেই এখন আমি বিশ্ব ভুবন দেখি।
আদর মায়ার সবই আবদার শুধুই আমার মা
পূরণ করেন শত কষ্টেও করেন না কোনো না।
ভালোবাসার অসীম মায়া আকাশ কুসুম কত
তাইতো আমার মাকে আমি ভালোবাসি এত।
( বিশ্ব মা দিবসে সকল মায়েদের জানাই বিনম্র শ্রদ্ধা।মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক সদা এই কামনাই করি।)
ছবিঃ নীলাঞ্জনা শর্মা।