নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২২ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট প্রতিনিধিঃ সিলেট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী স্মরণে যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভাপতি সেলিম আহমদ এর পক্ষ থেকে তা পরিবারের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ২২ মার্চ সোমবার রাতে দক্ষিণ সুরমা স্টেশন রোডে সেলিম আহমদ এর ব্যবসায়ী প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বী হাজী আলা উদ্দিন এর সভাপতিত্বে ও সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সাবেক জিএস মোঃ ডালিম আহমদ এর পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম আজাদ নজির, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম আহমদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দিলোয়ার হোসেন দিলন, মোল্লারগাও ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোনা মিয়া, ইউনিয়ন আ’লীগের আইন বিষয়ক সম্পাদক গিয়াস মিয়া, প্রাইম ব্যাংক লিঃ এর ম্যানেজার তাজ উদ্দিন, আ’লীগ নেতা আকবর আলী মেম্বার, মোল্লারগাও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দক্ষিণ সুরমা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, পরিবারের পক্ষে হাজী মঈনুদ্দিন, আদনান, আলামীন, তানজীম, আলী আহমদ, আজুয়া প্রমুখ।
শেষে দোয়া পরিচালনা করেন স্টেশন রোড মৌলুম হাজী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ফারুক আহমদ।