নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যােগে সিলেট -৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি মহোদয়ের মৃত্যুতে তাৎক্ষণিক জরুরী সভায় ১০দিনের কর্মসূচি ঘোষণা করা হয় ।
কর্মসূচি নিম্নরুপ –
**১ম দিন ১২ই মার্চ শুক্রবার – ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যােগে দেওলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে সকাল ১০ ঘটিকার সময় পবিত্র কোরআনে খতম ও বাদ জুম্মা দোয়া মাহফিল, **কালো ব্যাচ ধারণ, **শোক বইয়ে স্বাক্ষর,ও দলীয় কার্যালয়ে কালো পতাকা উওোলন এবং ফেঞ্চুগঞ্জের প্রত্যেকটি মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল।
**২য় দিন ১৩ই মার্চ শনিবার – ২নং মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যােগে হাঁটুভাঙ্গা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় বাদ জোহর কোরআনে খতম ও দোয়া মাহফিল ।
**৩য় দিন ১৪ই মার্চ রবিবার – ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যােগে বাদ মাগরিব সৈয়দ আলী শাহ্ জামে মসজিদে কোরআনে খতম ও দোয়া মাহফিল ।
** ৪ র্থ দিন ১৫ই মার্চ সোমবার – ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যােগে ফেঞ্চুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর কোরআনে খতম ও দোয়া মাহফিল।
** ৫ম দিন ১৬ই মার্চ মঙ্গলবার – উওর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যােগে বাদ আসর কটালপুর বাজার জামে মসজিদে কোরআনে খতম ও দোয়া মাহফিল ।
**৬ষ্ঠ দিন ১৭ মার্চ বুধবার – ৫নং উওর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যােগে বাদ আসর মানিকোনা বাজার জামে মসজিদে কোরআনে খতম ও দোয়া মাহফিল ।
**৭ম দিন ১৮ই মার্চ বৃহস্পতিবার – ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যােগে বাদ জোহর হযরত শাহ মালুম (রঃ) জামে মসজিদে কোরআনে খতম ও দোয়া মাহফিল।
** ৮ম দিন ১৯শে মার্চ শুক্রবার – ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা শেখ রাসেল পরিষদের উদ্যােগে বাদ জোম্মা বি আই ডি বাজার জামে মসজিদে কোরআনে খতম ও দোয়া মাহফিল ।
**৯ম দিন ২০শে মার্চ শনিবার- বাদ জোহর মাইজগাঁও রেল স্টেশন জামে মসজিদে ফেঞ্চুগঞ্জ উপজেলা শ্রমিকলীগ ও কৃষক লীগের উদ্যােগে কোরআনে খতম ও দোয়া মাহফিল।
**১০ম দিন ২১শে মার্চ রবিবার – ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যােগে দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিল ও মরহুমের করব জিয়ারত।
উক্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য দলীয় নেতৃবৃন্দ কে উপজেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করেন
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিজ্ঞপ্তিটি পেশ করেন মোঃ মাহফুজুর রহমান জাহাঙ্গীর – দপ্তর সম্পাদক ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।