নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৭ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট -০৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব, সদ্য প্রয়াত মাহমুদ উস সমাদ চৌধুরী এম.পি’র আকস্মিক মৃত্যুতে উনার বড় ভাই জিয়া উস সামাদ চৌধুরীর এক লেখনীতে মাহমুদ উস সামাদের জীবদ্দশার চিত্র তোলে ধরেছেন। মাহমুদ উস সামাদ চৌধুরীকে নিয়ে জিয়া উস সামাদ চৌধুরীর লেখাটি উনার ছোট ভাই আহমেদ উস সামাদ চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তোলে ধরার হুবহু লেখাটি নিন্মে দেওয়া হলো-
কয়েছ এর অকাল বিয়োগ
হে মোর আদরের ছোট ভাই।
কোথা হতে এসেছিলে তুমি
আর কোথা গেলে চলি হঠাৎ এমন করে।
এগারোই মার্চ রোজ বৃহস্পতিবার
বাংলাদেশ সময় দুইটা চল্লিশ মিনিট বিকেলে,
খোদার ধার্য করা সময়টিতে
সারা দিয়ে তুমি চলেই গেলে দুনিয়া ছেড়ে।
তোমার মায়াভরা মুখখানি ভাসছে হৃদয়ের মানস্পটে
বুক ফেটে যায়, কিন্তুু ছবর রাখিতে হইবে-
আল্লাহর মরজিতে, যার ধন তিনিই নিয়ে গেছেন।
জীবদ্দশায় ছিলে তুমি এক আদর্শ মানবরুপে।
সকল সময়ে সকলের কাছেতে।
তাইতো আজ দলমতের উর্ধ্বে উঠে
সবাই কাদঁছে তোমার তরে।
রাজনীতির অঙ্গনে ছিলে তুমি জনগনের
একনিষ্ট সেবক নেতা
তোমার রাজনীতির মূলমন্ত্র ছিল সততা,
মানুষের সেবা, মানুষের মর্যাদা
তোমার কাছে পেয়েছিলো সর্বোপরি স্থান।
এলাকাবাসীকে দিয়েছো মর্যাদা মানুষ হিসেবে
উপকৃত হয়েছে এলাকাবাসী সর্বস্তরেতে।
তাদের কাছে ছিলে তুমি অতি শ্রদ্ধেয়
এক আপনজন।
সদা রইতে তুমি কর্মব্যস্ত,
ছিল নাকো কভু তোমার সময়ের বালাই।
মানুষের দাবী দাওয়া করিতে পুরন
তুমি ছিলে সদা অগ্রগামী
তুমি যে বলিতে সদা, ”জনগনের খেদমতই
তোমার এবাদত” ।
প্রমান হয়ে গেছে তা সবার সমক্ষে,
হাজারো হাজারো মানুষ আজ কাঁিদছে
হায় হায় করি, কেন যে অস্তমিত হয়ে গেলো
এই উদীয়মান সূর্য, অবেলাতে।
মায়াভরা হৃদয় ছিল সবার তরেতে
ব্যস্ত তুমি ছিলে সকরের দু:খ দুর্দশাতে
অভাব অনটন লাগব করিতে
সময়ে অসময়ে ছিলে তুমি তাদের পাশেতে
খোদা যেন পাঠিয়েছিলেন দুনিয়াতে তোমায়
আওয়ামের খেদমতগার রুপে,
লোকে তোমায় পাইত সদা তাদের কাছেতে
আগ্রহ অনুরাগ ভরা হৃদয় ছিল সকলের দু:খেতে
মুখভরা হাসি আর প্রানভরা সহানুভূতি নিয়ে
কাজ করেছো তুমি আওয়ামের উন্নতির লাগি
তাইতো স্কুল, কলেজ, পাঠাগার স্থাপন করেছ
তাদের আশা আকাঙ্খা পুরনের তরে।
উন্নয়ন করেছো তুমি
সর্বসাধারনের সুখ স্বাচ্ছন্দের তরে
রাস্তঘাট, বাজার হাট, শপিংমল,
কি করোনি তুমি ।
সর্বস্তরের মানুষ তাই রয়েছে ঋণী তোমার কাছেতে
তাইতো লাখো লোকের সমাগম হয়েছে
দোয়া করিতে জানাযার মারফতে,
তোমার মঙ্গল কামনা করিতে,
আর কত লোক করিছে কান্না বেশুমার, তোমার বিহনে,
তুমি ছিলে এক মহান আদর্শ বন্ধু সবার কাছেতে।
ধর্মে কর্মেও ছিলে তুমি অতি আগোয়ান
তাইতো মসজিদ মাদ্রাসা, মক্তব করেছো স্থাপন
আজ মসজিদে আযানের ধ্বনিতে
আকাশ বাতাস মুখরিত হচ্ছে,
কত মুসল্লির পায়ের শব্দ, তাদের শ^াস-প্রশ^াস
ঘুরে বেড়াচ্ছে মসজিদের আনাচে কানাচে
মক্তব মাদ্রাসায় ছাত্ররা পবিত্র কুরআন এর
শিক্ষায় শিক্ষিত হচ্ছে,
তাদের সুললিত কন্ঠের মধুর আওয়াজের কুরআন পাঠ
মানুষের মরমে মরমে পশিছে।
এসবই আজ সদকায়ে জারিয়া হবে তোমর তরে।
ইংল্যান্ড থেকে চলে গেলে তুমি
আওয়ামের দু:খ দুর্দশা মোচন করিতে
নিজের জন্য শুধু মসজিদ প্রঙ্গঁনে
শুনিতে আযান, আহকাম, খোদার রহমত পাইতে।
খোদার অশেষ করুনা রয়েছে যে
তোমার মাথার উপরে
কবুল হয়েছে তোমার ইচ্ছা,
শায়িত করেছেন খোদা তোমায়
তাহারই ঘর তথা মসজিদের চত্বরে।
দক্ষিন সুরমা, Balagonj তথা ফেঞ্চুগঞ্জবাসী
আজ হয়েছে দিশেহারা অতি
মাহমুদ উস সামাদের বিহনে
তাদের এই ক্ষতি হবে কী পুরন কভু ?
কাঁদিছে হাজারো লোক হায় হায় করি
কে জানিত হঠাৎ তুমি যে যাবে চলি এত তারাতারি
এগারই মার্চ দু‘হাজার একুশ সাল
সদা রহিবে মোদের মনে
তুমি যে চলে গেলে মহামারি রোগ
করোনা প্রকোপে।
সমাধি হয়েছে তোমারই পছন্দের জায়গা
বাড়ির মসজিদেরই প্রাঁঙ্গনে,
তোমারই নির্মিত আল্লাহর ঘর ,
নিজের প্রিয় পিতার নামে-
দেলোয়ার হোসাইন চৌধুরী জামে মসজিদের প্রাঁঙ্গনে
অবস্থিত আছে তা ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামেতে
মোদের দোয়া রইবে জারী সদা তোমার লাগি
খোদা যেন রাখেন তোমায় অতি সমাদরে
বেহেশতের নন্দন কাননে।
—–
জিয়াউস সামাদ চৌধুরী
১৪/০৩/২১
THE ABOVE IS WRITTEN BY OUR ELDEST BROTHER ZIAUS SAMAD CHOWDHURY ( Justice of Peace)
Please share