নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেট জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, যুগ্ম সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সফল ছাত্রনেতা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল এর পিতা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৩ঃ১৫ মিনিটের সময় সিলেটের বালুচরের বাসায় ইন্তেকাল করেছেন, পরিবারের পক্ষ থেকে মরহুমার মাগফেরাত কামনা করে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
সিলেট জেলা প্রযুক্তি দলের শোক।
সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পিতার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রযুক্তি দলের আহবায়ক শামছু উদ্দীন ও সদস্য সচিব মিজানুর রহমান চৌধুরী। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, এক শোক বার্তায় তারা বলেন, ফয়সল ভাইর পিতার মৃত্যুতে আমরা একজন অভিভাবক কে হারালাম যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ প্রিয় চাচাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।