1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

মাস্ক কেনার সামর্থ্য নেই, মুখে পাখির বাসা বেঁধে সরকারি অফিসে


সরকারি অফিসে কাজে যেতে হবে। কিন্তু মাস্ক কেনার সামর্থ্য নেই। অফিসে রয়েছে মাস্ক পরার মতো আরও নানা স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা। তাই মুখে পাখির বাসা বেঁধে সরকারি অফিসে গেছেন দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের  মাহবুবনগর জেলার চিনামুনুগল চাদ এলাকার মেকালা কুরমায়া নামের এক বৃদ্ধ। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

পেনশন নিতেই সম্প্রতি মুখে পাখির বাসা বেঁধে সরকারি অফিসে যেতে হয়েছিল তাঁকে। ভারতজুড়ে করোনাপর প্রকোপ এখন চরমে। অন্যান্য রাজ্যের মতো তেলেঙ্গানাতেও সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। তেলেঙ্গানার রাজ্য সরকার এ মাসের শুরুতে জনসাধারণকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ দিয়েছে।

তেলেঙ্গানা সরকারের আদেশে বলা হয়েছে, মাস্ক না পরলে এক হাজার রুপি জরিমানা করা হবে।

কুরমায়া জানতেন, মাস্ক ছাড়া তাকে সরকারি অফিসে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু মাস্ক কেনার সামর্থ্য না থাকায় তেলেঙ্গানা থেকে তিনি মাস্ক হিসেবে এক ধরনের পাখির বাসা ব্যবহার করেন। সেই ‘মাস্ক’ পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet