1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

মারা গেলেন দক্ষিণ আফ্রিকার জুলু সম্প্রদায়ের রানী- সিওয়ে মান্তফম্বি


নিউজপয়েন্ট সিলেট আন্তর্জাতিক ডেস্কঃ রাজত্ব পাওয়ার মাত্র এক মাসের মাথায় মারা গেলেন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জাতিগোষ্ঠী জুলু সম্প্রদায়ের রানী সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু। গত মাসে রাজা গুডউইল জোয়েলিথিনি মারা যাওয়ার পর এই সম্প্রদায়ের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জুলু রাজপরিবার এক ঘোষণায় রানি মান্তফম্বির মৃত্যুর খবর নিশ্চিত করে। এ সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিবৃতিতে রাজপরিবার জানিয়েছে, গভীর শোক ও বেদনার সঙ্গে রাজপরিবার ঘোষণা করছে যে জুলু জাতিগোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত রানি সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলুর অপ্রত্যাশিত মৃত্যু হয়েছে। তার মৃত্যু রাজপরিবারকে হতবাক করে দিয়েছে।

গত সোমবার (২৬  এপ্রিল) হটাত অসুস্থ হয়ে গেলে রানি মান্তফম্বিকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি কি ধরনের অসুস্থতায় ভুগছিলেন তা জানা যায়নি।

রাজা গুডউইলের মৃত্যুর পর গত ২৪ মার্চ তিনি জুলুদের শাসক হন। টানা ৫০ বছর জুলু রাজ্য শাসন করেন রাজা গুডউইল। আফ্রিকাজুড়ে তিনিই সবচেয়ে বেশি সময় ধরে রাজা ছিলেন।

নিউজপয়েন্ট সিলেট/শর্মাজী
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet