নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সংগঠনটির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক পাকিস্তকান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে দেশে সহিংসতা ঘটায় বলে মন্তব্য করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশীদ।
রবিবার (২৫ এপ্রিল) রিমান্ডে থাকা মামুনুল হককে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
ডিসি হারুন বলেন, মামুনুল হক ২০০৫ সালে পাকিস্তানে যান। সেখান থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নি সংযোগ ও সংহিতার ঘটনা ঘটান। এছাড়া সরকার উৎখাতে মামুনুল সব ধরনের পরিকল্পনাও করেন।