
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
সহিংসতা মামলায় গ্রেফতাকৃত হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আদালতে নেওয়া হয়েছে। এসময় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
এদিকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিন সকাল থেকেই আদালতপাড়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এর আগে গতকাল রবিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিসের সভাপতি।