
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৭ মে, ২০২১
সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি প্রভাষ কুমার শর্মা’র লেখা কবিতা-
মানবতা আজ ভূলুন্ঠিত
প্রভাষ কুমার শর্ম্মা
*********************
শিক্ষা প্রতিষ্ঠানে হরদম
চলে শিশু বলাৎকার।
মানব গড়ার কারিগর মা,
আজ ধর্ষণের শিকার।
দিনদুপুরে বাংলার মাটি,
দেখো রক্তে রঞ্জিত।
পাকবাহিনীর নির্মমতা
বুঝি আজি লজ্জিত।
ধর্মের অজুহাতে চলছে,
নৃশংসতা বেশ।
সংখ্যালঘু বলির পাঁঠা,
সাথে মন্দির পুড়ে শেষ।
অন্যায়ের প্রতিবাদে বরং
প্রশ্রয় দাতা বেশ।
দুর্নীতি আর অনিয়মে,
গ্রাস করেছে দেশ।
মানবতা আজ ভূলুন্ঠিত,
সোনার বাংলাদেশে।
অবিচার আজ অক্ষমতা,,,
ব্যর্থ পরিহাসে।