
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
চিফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ শ্রীমঙ্গল থানার অফিসার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন শারীরিক প্রতিবন্ধীকে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেক্সের মাধ্যমে সেবার ব্যবস্থা করে দিয়ে পুলিশ মানবতার সেবায় প্রমান করে দিলেন। শনিবার ১০ ডিসেম্বর শারীরিক প্রতিবন্ধী শান্তিবাগ এলাকার মোবারক হোসেনের পুত্র সিরাজুল ইসলাম (৪০) সেবা গ্রহনের জন্য থানায় আসে। থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন তাহার খোঁজ খবর নেন এবং অফিসার ইনচার্জ তাহাকে নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেক্সের মাধ্যমে সেবা প্রদান করেন। পুলিশি সেবা পেয়ে সিরাজুল ইসলাম আবেগ আপ্লুত হয়ে পড়ে।