নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৯ মে, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ গত ১১ মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫২৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার দুপুরে সিটি করপোরেশনের এক বছরের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, নিবন্ধন ছাড়া ঢাকার রাস্তায় অযান্ত্রিক যানবাহন চলাচল করতে দেয়া হবে না। করোনা শেষে পুরোদমে গণপরিহন চালু হলে ঢাকার বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সম্পন্ন হবে জানান তিনি। এছাড়া ২ লক্ষ অযান্ত্রিক যানবাহন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মেয়র আরও জানান, খাল ও বক্স কালভার্ট থেকে ১০ লক্ষাধিক টন পলি ও বর্জ্য অপসারণ করে পানি প্রবাহ বৃদ্ধি করা হয়েছে। বলেন, করপোরেশনের ৭১৫ কিলোমিটার ও ওয়াসার কাছ থেকে পাওয়া ১৮৫ কিলোমিটার বদ্ধ নর্দমার মুখ পরিষ্কার কার্যক্রম আগামী ২০ জুনের মধ্যে সম্পন্ন হবে।