1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২৮ মে, ২০২১

মাঠে নামছে টাইগার্স, লক্ষ্য হোয়াইট ওয়াশ


ক্রীড়া ডেস্ক :: সিরিজ নিশ্চিত, এখন শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের সুযোগ। সেই লক্ষ্যে তিন ডিপার্টমেন্টে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ। ব্যাটিংয়ে উন্নতির তাগিদ মাহমুদউল্লাহ রিয়াদের। সুপার লিগে আরো দশ পয়েন্ট যোগ করতে চায় টাইগাররা। অন্যদিকে সান্ত্বনার জয় নিয়ে ফিরতে চান লঙ্কান কোচ মিকি আর্থার। মিরপুর হোম অব ক্রিকেটে শেষ ওয়ানডে শুরু আজ দুপুর ১টায়।

ব্যাটে রান নেই, বাদ পড়া নিশ্চিত। গোমরা মুখে বসে অন্যদের ব্যাটিং দেখছেন লিটন। তার সামনেই ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন সৌম্য। নাঈমকে দলে ডাকা হয়েছে, কিন্তু একাদশ নিশ্চিত হয়। ওপেনিংয়ে তামিমের সাথে দেখা যেতে পারে সৌম্যকেই।ৱ

সিরিজ জয়ে চাঙা থাকার কথা বাংলাদেশের। নিজেদের কাজ ঠিক ঠাক করতে না পারায় অস্বস্তি আছে। ব্যাটিং আর ফিল্ডিংয়ে সমস্যা ছিল, তা কাটিয়ে ওঠা যায় নি।

মুশফিক-মাহমুদুল্লাহ হাল না ধরলে, দুই ম্যাচেই হারের শঙ্কা ছিল। জুনিয়ররা পারফর্ম করতে না পারায় এখনও সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া যায় নি। সাইফউদ্দীনের চোটে দুশ্চিন্তা আছে। সুযোগ পেতে পারেন শেখ মাহাদীও। একাদশের নিয়ে দ্বিধা থাকলেও লক্ষ্যে স্থির টিম টাইগার্স।তারুণ্যনির্ভর দল নিয়ে বাংলাদেশের মাটিতে আহামরি কিছুর আশা করেনি শ্রীলঙ্কা। তবে এতোটা বাজে খেলবে দল ভাবেন নি মিকি আর্থার। শেষ ম্যাচে অন্তত ভালো কিছুর স্বপ্ন দেখছেন।

শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার জানিয়েছেন, ঘরের মাঠে বাংলাদেশ সব সময় শক্তিশালি। সাকিব-তামিমের মতো অভিজ্ঞরা আছেন। এমন ফলই প্রত্যাশিত। তবে আমরা ভাল খেলতে পারিনি। শেষ ম্যাচে অন্তত ভাল করবে দল। সে আশা করি।

অতিরিক্ত গরমে প্রথম দুই ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল টস। শেষ ম্যাচে দুপুরের পর আছে বৃষ্টির শঙ্কা। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet