1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:২৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৮ মার্চ, ২০২১

মাগুরায় প্রতিপক্ষের হামলায় আ’লীগ কর্মী নিহত- আহত ১০


মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামে প্রতিপক্ষের হামলায় অহিদুজ্জামান (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন। গতকাল শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ হামলার ঘটনায় ৬ জনকে আটক করেছে।

নিহত অহিদুজ্জামান ওই গ্রামের তাজুদ্দিন মোল্লার ছেলে।হামলায় নিহতের ভাই তালখড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার জানান, রাত ৮ টার দিকে ৬ মটরসাইকেলযোগে তারা মোট ১১ জন স্থানীয় চতুড়বাড়িয়া বাজার থেকে নিজ গ্রাম কুশখালিতে ফিরছিলেন। পথিমধ্যে গোয়ালখালি এলাকায় পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন গতিরোধ করে। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাদের প্রত্যেককেকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। এলাকাবাসী তাদেরকে যশোর সদর হাসপাতালে নিলে রাত ১০টার দিকে চিকিৎসকরা অহিদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা চলছে।

এদিকে কুশখালির বাসিন্দা আব্দুর রাকিবসহ অন্যরা জানান, এলাকার রাজনৈতিক আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগ দুই নেতার মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। যার সূত্র ধরে এ ঘটনা ঘটেছে। নিহত অহিদুজ্জামান স্থানীয় আওয়ামী লীগ কর্মী। শালিখা থানার অফিসার ইন চার্জ (ওসি) তরীকুল ইসলাম জানান, পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ প্রহরা জোরদার করা হচ্ছে। এ ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet