1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১০ এপ্রিল, ২০২১

মহান মুক্তিযুদ্ধের সংগঠক,ফখরুল ইসলাম খানের মূত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ  সিলেট সদর সমিতি ইউ এস এ ‌, এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, প্রয়াত ফখরুল ইসলাম খান সাহেব ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সিলেট পৌরসভার সাবেক কমিশনার, যুক্তরাষ্ট্রের সিলেট সদর সমিতির ইউএসএ ইনক এর ট্রাষ্টি বোর্ড এর চেয়ারম্যান,কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম জনাব ফখরুল ইসলাম খান সাহেবের ‌বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সদর সমিতি ইউএসএ এক দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করেন।

মরহুম ফখরুল ইসলাম খানের প্রবাস জীবনের সামাজিক, রাজনৈতিক , সাংস্কৃতিক , ধর্মীয় অঙ্গনে বর্ণঢ্য পদচারণা ও স্বর্তফুর্ত ভূমিকা নিয়ে সিলেট সদর সমিতি ইউ এস এ ইনক এর আয়োজনে এক ভার্চুয়াল দোয়া মাহফিল ও উনার বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা অনুষ্টিত হয় ।

৪টা এপ্রিল ২০২১ ইং রবিবার রাত ১০ ঘটিকার সময় অনুষ্টিত
শোকসভায় দোয়া পরিচালনা করেন নিউইয়র্কের রিচমন্ড হিল জামে মসজিদের ইমাম সাহেব মিছবাউর রহমান।
দোয়ার পর জনাব ফখরুল ইসলাম খানের বর্ণাঢ্য জীবন নিয়ে দোয়া মাহফিলে উপস্থিত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ এক আলোচনায় অংশ গ্রহণ করেন ।

আলোচনায় সভাপতিত্ব করেন সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্ব ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক হূমায়ুন আহমাদ চৌধুরী, আলোচনায় অংশ গ্রহণ করেন জনাব মরহূম ফখরুল ইসলাম খানের সন্তান মাসুম খান, মুন্না খান ও মেহবুব খান কমিউনিটির নেতাদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন
জনাব ডা: জিয়া উদ্দিন আহমদ, জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি জনাব মঈনুল হক চৌধুরী হেলাল, কমিউনিটি নেতা জনাব এম এ সালাম, কমিউনিটি নেতা জনাব মহিদুল ইসলাম লোফা, কমিউনিটি নেতা জনাব আজমল হোসেন কুনু মিয়া, কমিউনিটি নেতা জনাব মন্জুর চৌধুরী, কমিউনিটি নেতা জনাব বদরুল খান, জনাব সোরাব সরকার, জনাব আব্দুল মোমিত ফুয়াদ, জনাব জুনেদ এ খান, জনাব আব্দুল হাসিব মামুন, জনাব বেলাল উদ্দিন, জনাব জুনেদ এ খান, জনাব আজিমপুর রহমান বুরহান, জনাব শাহাবুদ্দিন, জনাব শমশের আলী, জনাব দেওয়ান বজলু চৌধুরী, জনাব ফারুক চৌধুরী , জনাব শাহ মিজান, জনাব আব্দুল মালেক লায়েক, জনাব মনসুর আহমেদ চৌধুরী, জনাব মোহাইমিনুন ধনু, জনাব শাহিন আজমল, জনাব শেখ আতিক, জনাব আব্দুর রহমান, জনাব নাসির উদ্দিন খান, জনাব মাসুদুর রহমান শানু, জনাব ফখরুল আলম, জনাব আসিফ চৌধুরী, জনাব সেলিম আদমজী, জনাব মো: আমিনুল ইসলাম চুন্নু , জনাব এফ এম সিরাজুল ইসলাম, জনাব শাহনেওয়াজ চৌধুরী, জনাব তোফায়েল আহমেদ চৌধুরী, জনাব জয়নাল চৌধুরী, জনাব আহমেদ রূশদী বাবু , শ্রী শ্যামল কান্তি চন্দ, জনাব জুনুন চৌধুরী, জনাব শফিক চৌধুরী, জনাব আব্দুল করীম, জনাব বেলাল চৌধুরী, জনাব সাইফুর আর খান হারুন, জনাব জাবেদ সিরাজী, জনাব কিবরিয়া চৌধুরী, জনাব শওকত আলী, জনাব সেলিম আহমদ, জনাব জুবায়ের আহমদ, জনাব বশির আহমদ , জনাব শাহ মো: সেলিম, জনাব আব্দুল ওয়াদুদ, জনাব নূরুল হক লাল, জনাব সাইদুল ইসলাম রাসেল, সুমন আহমদ , সুলতান মাহমুদ, ফাহাদ সিকদার প্রমূখ ।
বক্তাগণ বলেন মরহূম ফখরুল ইসলাম খান সাহেব ছিলেন এজন বর্ণাঢ্য জীবনের অধিকারী, তিনি অনেক মসজিদ মাদ্রাসা সহ সমাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজ সেবার কাছে অতপতভাবে জড়িত ছিলেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet