
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
সাহিত্য ডেস্কঃ মহান বিজয় দিবসে ছড়াকার ও কবি বিজন চন্দ্র দাস বিজয় এর কবিতা-
মহান বিজয়
এক সাগর রক্ত
করিয়া বিনিময়।
এনেছে স্বাধীনতা
এনেছে বিজয়।
দীর্ঘ নয় মাস
করিয়া সংগ্রাম।
ত্রিশ লাখ প্রাণে
মিটিয়েছে দাম।
দু’লাখ মা বোনে
ইজ্জত ত্যাগিয়া।
জয়বাংলা স্লোগান
গিয়াছে রচিয়া।
ধু ধু সবুজে বুকের
রক্ত ঢালিয়া।
লাল সবুজে গেছে
পতাকা আঁকিয়া।
সে পতাকা উড়ে স্বাধীন
পতপত করিয়া।
অবাক বিশ্ব দেখে তা
বিস্ময় ভরিয়া।
জয়বাংলা জয়ধ্বনি
উঠে বিশ্বময়।
অমলিন অক্ষয় সে
মহান বিজয়।