1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৮ মে, ২০২১

মহাকবি স্মরণে, কলমে-মীনা কুমারী দেবী


সাহিত্য ডেস্কঃ  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি মীনা কুমারি দেবীর লেখা কবিতা-

শিরোনাম–মহাকবি স্মরণে
কলমে–মীনা কুমারী দেবী
***********************
পঁচিশে বৈশাখে
তুমি আছো—
তোমার লিখনীতে
তুমি আছো—
চির-স্বরণীয়–বরণীয় তুমি,
হে বিশ্ববরেণ্য–নোবেল বিজয়ী
বিশ্বকবি তুমি,
আছো সর্বপ্রাণে-হৃদয়ে—

জীবন—-কতো কঠিন
সে তো সহজ নয় অনুক্ষণ !
“যা—হারিয়ে যায় তা আগলে
বসে রইবো কত আর”।
বাহ্ করুণ লিখনী চির দুনির্বার।

“এই মলিন বস্ত্র ছাড়তে হবে
হবে গো এইবার—”
আজ পরিস্থিতি ব্যতিরেকে
মনে আসছে গো বারবার !

“হে মোর চিত্ত,পূণ্য তীর্থে
জাগো রে ধীরে—
এই ভারতের মহামানবের
সাগর তীরে” ।
মহামানব কারা ?
চিত্তে জাগিবে কি ক্ষণিকের তরে,
বা ভারতসাগর পারে ?
জীবন—কতো পাথর,
কতো দুর্বিষহ হায়রে !

“এসো হে আর্য,এসো অনার্য,
হিন্দু-মুসলমান।
এসো এসো আজ তুমি ইংরাজ
এসো এসো খৃষ্টান”।
সময়ের উপর দাঁড়িয়ে বলি—
একি তাঁহারই বাখান ?
মুগ্ধ তুমি মহাকবি, তুমি পূণ্যবান ।
অবহেলে আপন মনিহার,
করিলে প্রত্যাখ্যান !
কার তরে,দেখো ফিরি
তোমার ভারতের দুর্দশার
চিত্র-প্রদর্শনী!

চরণ তোমার গিয়েছে রোধি,
কোথায় পাবো তোমায় খুঁজি,
তোমার কবিত্বে, তোমায় আজি
করি স্মরণ,দিবারাত্র অনুক্ষণ—

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet