
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউ.পি’র ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু বক্কর আজ রবিবার ৩১ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় দক্ষিণ সুরমা সমাজসেবা কার্যালয়ে নির্বাচনী মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, মুরব্বিয়ান-আব্দুস শহীদ, মজমিল আলী, হাজী চমক আলী, জমসেদ আলী, বি ডি আর আফিজ আহমেদ, ইদ্রিস আলী, আব্দুল বাছিত ছালিক, আওলাদ আলী, আলকাছ আলী, তজমুল আলী, হাজী আব্দুল আহাদ, এবং মোতাহির আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের যুব ও ছাত্র সমাজের বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ যথাক্রমে সানুর আলী, আনছার আলী, মছব্বির আলী, সাকির আলী, রুনু মিয়া, আজিজুল হক (ফুরুক), তইমুছ আলী, মামুন আহমেদ, আব্দুল কুদ্দুস, রফিক আলী, আব্দুস সালাম, বকুল মিয়া, আবদুস শহীদ (শাহেদ), ময়নুল ইসলাম, লুৎফুর রহমান, সুৃমন আহমদ, ফয়ছল আহমদ, আলি হোসনে, আব্দুল হক, আরমান আলী , ইকবাল হোসেন, রাজু মিয়া , রিয়াজ মিয়া , সাদেক হোসেন, নুরুল আমীন, শামসুল ইসলাম, কাওছার হোসেন, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, রেজাউল করিম, সুজন আহমদ, রায়হান আহমদ, সুৃমন, আহমদ, আতাউর রহমান, ফখরুল ইসলাম, রাজন আহমদ, তারেক মিয়া সহ আরোও অনেকে।
উল্লেখ্য, মেম্বার পদপ্রার্থী আবু বক্কর ৭নং ওয়ার্ডের মিরের চক গ্রামের ইদ্রিস আলী পুত্র।তিনি,৭১ এর চেতনা দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহবায়ক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ দক্ষিণ সুরমা উপজেলার সহ-সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা, পিস্ ক্লাব বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক, মরহুমা রাহেলা বেগম মানব কল্যাণ সংস্থা মোগালবাজার এর সাধারণ সম্পাদক ও প্রবাসী বাংলা সমবায় সমিতি নাজির বাজার, দক্ষিণ সুরমা এর অর্থ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে তাহার সম্পৃক্তকা রয়েছে।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আবু বক্কর বলেন, আমি নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রুপান্তরিত করব, গরীব দূঃখী মানুষের শতভাগ ভাতা ও অনুদান নিশ্চিত করব এবং সর্বোপরি ৭নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজেকে সবমসময় সম্পৃক্ত রেখে নিরলসভাবে ওয়ার্ডবাসীর সেবা করো যাবো। তারই সাথে তিনি সবার সমর্থন ও দোয়া কামনা করেন।