নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১ নভেম্বর, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউ.পি’র ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল হোসেন আজ সোমবার ১ নভেম্বর সকাল ১১ ঘটিকার সময় দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা কার্যালয়ে নির্বাচনী মনোনয়ন পত্র জমা দেন।
এসময়,৭নং ওয়ার্ডের মুরব্বিয়ান ও ছাত্র এবং যুব সমাজের বিভিন্ন শ্রেণীপেশার নেতৃস্থানীয় উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমাদানের পর ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল হোসেন বলেন, আমি নির্বাচিত হলে ওয়ার্ডের শিক্ষা,ক্রিড়া সহ সামাজিক সকল কর্মকান্ডে সম্পৃক্ত থেকে সবাইকে সাথে নিয়ে হাতে হাত মিলিয়ে কাধে কাধ মিলিয়ে ওয়ার্ডের সার্বিক উন্নয়নের মাধ্যমে ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রুপান্তরিত করবো ইনশাল্লাহ্।