নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৭ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
ব্যারিষ্টার সালাম তার শোকবার্তায় বলেন, ৮১ বছরের জীবনে ব্যারিস্টার মওদুদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তিনি একজন সফল রাজনীতিবিদ। মওদুদ আহমদ সাবেক সাংসদ ও অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। মওদুদ আহমদ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ সরকারের আমলে একবার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৭৭-৭৯ সালে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন। ১৯৭৯ সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ব্যারিস্টার এম এ সালাম মরহুমে রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।