নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
ভ্যাকসিন নেওয়ার পরেও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মজিদ খান করোনা’য় আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার (২৯ মার্চ) রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি চিকিৎসারত অবস্থায় জন্য ঢাকায় য়াছেন।
এমপি মজিদ খানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম উদ্দিন বলেন, গত ৭ ফেব্রুয়ারি তিনি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে নিজে ভ্যাকসিন গ্রহণ করে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি আরও বলেন, কয়েকদিন ধরে এমপি আব্দুল মজিদ খান হালকা জ্বর ও সর্দি অনুভব করছিলেন। রবিবার (২৮ মার্চ) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করলে সোমবার রাতে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।