
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৩১ জুলাই, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সমমনা মানুষের সংগঠন ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট জেলা পরিবারের এক জরুরি সভা নগরীর এক অভিজাত হোটেলের হলরুমে গত শনিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হয়।
পাঠক ফোরাম সাধারণ সম্পাদক প্রভাষক মিহির মোহন এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ভোরের কাগজ পাঠক ফোরাম পরিবারের সভাপতি বিশিষ্ট লেখিকা অমিতা বর্ধন।
বর্তমান কমিটির মেয়াদ গত বছর শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠন নিয়ে মতামত ব্যক্ত করেন সাংবাদিক দেবব্রত রায় দিপন, হিমাংশু রায় হিমেল, বকুল দাস,জসীম উদ্দিন।
পরে সর্বসম্মতিক্রমে মিহির মোহনকে আহবায়ক ও মহিন উদ্দিন জয়কে সদস্যসচিব করে ১৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক- হাসনাত সুমন, তাহের আহমদ, সন্দিপন শুভ, সদস্য- অমিতা বর্ধন, হিমাংশু রায় হিমেল, দেবব্রত রায় দিপন, আজাদ আহমদ, জয়ন্ত রূপন গোস্বামী, জসিম উদ্দিন, শাপলা শালুক, শতাব্দী দাস।