মামলাটির বাদী সিলেট মহানগর ছাত্রলীগ নেতা কিশোর জাহান। ফেসবুক লাইভে নূরের দেয়া বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তিনি মামলাটি দায়ের করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।
তিনি বলেন, তার অভিযোগের বিস্তারিত পড়ছি। ইফতার পর এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।
মামলার বিষয়ে কিশোর জাহান সৌরভ সাংবাদিকদের বলেন, ভিপি নূর সম্প্রতি ফেসবুক লাইভে ‘আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান হতে পারেন না, প্রকৃত মুসলমান কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন না’ এমন বক্তব্য দিয়েছেন। এতে আমরা আওয়ামী লীগ বা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িতরা ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছি। তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে আমি মামলা দায়ের করেছি।