1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ১২ মে, ২০২১

ভারতে ২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর ‘করোনা টিকা’ প্রয়োগের ট্রায়াল


নিউজপয়েন্ট সিলেট আন্তর্জাতিক ডেস্কঃ শিশুদের ওপর করোনার টিকার ট্রায়াল শুরু করতে যাচ্ছে ভারত। ২ বছর থেকে ১৮ বছর বয়সীদের ওপর করোনা ভ্যাক্সিন টিকার এই ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমোদন দিয়েছেন দেশটির বিশেষজ্ঞ প্যানেল।

বিশেষজ্ঞদের একটি দল জানিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে ন্যূনতম ২ বছর বয়সী শিশুদেরও কোভ্যাক্সিন প্রতিষেধকের ডোজ দেওয়া যাবে। খবর এনডিটিভির।

এর আগে ১২ বছরের ঊর্ধ্বে কোভ্যাক্সিন দেওয়ার ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেক। তারপর তাদের উদ্দেশ্য ছিল ২ থেকে ১২ বছর বয়সীদের জন্য প্রতিষেধক নিয়ে আসা। এ জন্য বহুদিন ধরেই শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল-এর কাছে আবেদন করেছিল ভারত বায়োটেক।

কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা এ নিয়ে মঙ্গলবার ভারত বায়োটেকের সঙ্গে বৈঠকে বসেন। তার পরই শিশুদের উপর এই দেশীয় প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেন।

বিভিন্ন অঞ্চলের ৫২৫ সাবজেক্টের ওপর দ্বিতীয় ও তৃতীয় দফার এই ট্রায়াল চালানো হবে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের সঙ্গে যেৌথ উদ্যোগে কোভ্যাক্সিন উৎপাদন করছে ভারত বায়োটেক।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet