1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

ভারতে শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস- ‘ডাবল মিউট্যান্ট’


ভারতে ‘ডাবল মিউট্যান্ট’ নামে এক নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার (২৪ মার্চ) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আরও জানা যায়, এ ধরনের ভাইরাসে দুইটি মিউটেশন বা ডিএনএ পরিবর্তনের দুই ধরনের ক্ষমতা থাকে। এটি শরীরের সাধারণ প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটিয়ে আক্রমণ করে এবং রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। 

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ১০ হাজার ৭৮৭ টি নমুনা পরীক্ষা করে আরও ৭১০ টি ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে ৭৩৬টি যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসের ধরন, ৩৪টি দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরন আর একটি ব্রাজিলের ভাইরাসের ধরন পাওয়া গেছে। ভারতে সম্প্রতি করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার খবরের মধ্যেই এসব তথ্য জানা যায়।

তবে ভারত সরকার বলছে, সাম্প্রতিক নতুন শনাক্ত রোগী বৃদ্ধির সঙ্গে এসব নতুন ধরন পাওয়ার কোন সম্পর্ক নেই। গত বছরের জানুয়ারিতে দেশটিতে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। ভারতে এ পর্যন্ত এক কোটি ১৭ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে এবং এক লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

 

নিউজপয়েন্ট সিলেট/এস.এস

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet