1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২১ মে, ২০২১

ভারতে আবারও বাড়ল মৃত্যুসংখ্যা


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। আজ শুক্রবার দেশটিতে গতকালের তুলনায় প্রায় সাড়ে তিনশো জন বেশি মারা গেছে। এএনআই’র খবর অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ২০৯ জন। যেখানে গতকাল বৃহস্পতিবার মৃত্যুসংখ্যা ছিল ৩ হাজার ৮৭৪ জন।

তবে এদিনে মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা কমার পরেও তা এখনও আড়াই লাখের ওপরেই রয়েছে।

শুক্রবার (২১ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৯১ জন। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ১৭ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জনে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৩১ জনে।

এ পর্যন্ত দেশটিতে এখন মোট আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৩০ লাখ ২৮ হাজার।

সূত্র: এএনআই

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet