
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২১ এপ্রিল, ২০২১
ভারতের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কারে লিক হলে অক্সিজেনের অভাবে ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) মহারাষ্ট্রের নাশিক জেলায় এই ঘটবা ঘটে।
জানা গেছে, হাসপাতালের বাইরে হঠাৎ একটি অক্সিজেন ট্যাঙ্কারে লিকেজ হয়। এতে দীর্ঘ ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে। এতে ভেন্টিলেটরে থাকা ২২ করোনা রোগী প্রাণ হারান।
বিষয়টি নিশ্চিত করে নাশিক জেলার কালেক্টর সুরাজ মানদারে এনডিটিভে বলেন, জেলার জাকির হোসেইন পৌরসভা হাসপাতে এই ঘটনা ঘটেছে। যারা মারা গেছেন সকলেই ভেন্টিলেশনে ছিলেন। অক্সিজেনের অভাবেই তাদের মৃত্যু হয়েছে।