
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১১ মে, ২০২১
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভবঘুরেদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন সাংবাদিক ঐক্যজোট সভাপতি বিশিষ্ট সাংবাদিক (দৈনিক দিগন্তর সম্পাদক) জনাব শাহবাজ জামান।
ও মোন রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” এই বারতাকে সামনে রেখে আজ সোমবার (১০ মে) দুপরে রাজধানীর বিভিন্ন পার্ক, রেলস্টেশন এবং পাড়া মহল্লায় ভবঘুরেদের খুজে খুজে তিনি নতুন এই পেশাক উপহার দেন।
সাংবাদিক ঐক্যজোট এর পক্ষ থেকে কোন আনুষ্ঠানিকতা না করে শতাধিক এসকল ভবঘুরে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ কালে যারা সহযোগিতা করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভালো একা থাকা যায়না সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। আপনার আমার সামান্য সহযোগিতা কারো মুখে হাশি ফোটাতে পারে এ আত্মতৃপ্তি কম কি।
ঈদ বস্ত্র বিতরণ কালে সংগঠনের পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য সাংবাদিক জনাব আজিজুর রহমান আজিজ এবং আফজাল আহমেদ এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।