1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

বড়লেখা পৌর নির্বাচনে নৌকার প্রার্থী    আবুল ইমাম মো: কামরান চৌধুরী’র জয়লাভ 


মো: আব্দুল মুকিত, বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে ২৮ ডিসেম্বর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো: কামরান চৌধুরী, নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৯৯৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী সাইদুল ইসলাম মোবাইল প্রতীকে পেয়েছেন ৩০৮৬ ভোট, বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীস প্রতীকে পেয়েছেন ৫১৭ ভোট।

সারা দেশের ন্যায় ইভিএম পদ্ধতির মাধ্যমে পৌরসভার ১০টি কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন।
দ্বিতীয় মেয়াদে আবারোও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন আবুল ইমাম মো: কামরান চৌধুরী।

পৌরসভার ১নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে মো: শাহাজাহান, ২নং ওয়ার্ডে ডালিম প্রতীকে জেহীন সিদ্দীকি, ৩নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে আব্দুল হাসিম স্বপন, ৪নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে কবির আহমদ, ৫নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে আব্দুল হাফিজ ললন, ৬নং ওয়ার্ডে বিন প্রতিদ্বন্ধীতায় আলী আহমদ চৌধুুরী জাহেদ, ৭নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে রেজাউল করিম রেজা, ৮নং ওয়ার্ডে ব্ল্যাকবোর্ড প্রতীকে রেহান পারভেজ রিপন, ৯নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে জাহিদ হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা কাউন্সিলর পদে কলম প্রতীকে আছমা বেগম নির্বাচিত হয়েছেন। কাউন্সিলদের মধ্যে আওয়ামীলীগের প্রায় ৯০ ভাগ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet