নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
মো: আব্দুল মুকিত, বড়লেখা উপজেলা প্রতিনিধি: দেশে ১ম ধাপে সারা দেশের ন্যায় ২৮ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে অনুষ্টিত বড়লেখা পৌরসভা নির্বাচন। মনোনয়ন পত্র দাখিল, যাচাই শেষে ১১ ডিসেম্বর বড়লেখা উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেন। নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো: কামরান চৌধুরী, ধানের শীষ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম, স্বত্বন্ত্র প্রার্থী মো: সাইদুল ইসলাম মোবাইল প্রতীক পেয়েছেন।প্রতীক পাওয়ার পর প্রার্থীরা পোস্টার, লিফলেট, ব্যানার ফেস্টুনসহ প্রচারণার কাজে ব্যবহারের জন্য বিভিন্ন সরঞ্জামাদি প্রস্তুত করতে দিয়েছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীদের সমর্থকদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে।শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা। আগামী ২৮ ডিসেম্বর পৌরসভার ১০টি কেন্দ্রে ১৫ হাজার ৪৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।