
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ৬ মার্চ, ২০২১
বড়লেখা প্রতিনিধি আব্দুল মুকিত জানান:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বড়লেখা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ০৫ই মার্চ বিকেলে বড়লেখা উপজেলা অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ছালেহ আহমদ জুয়েলের সঞ্চালনায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নজমুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী এবং মৌলভীবাজার-০১ আসনের সাংসদ মো: শাহাব উদ্দিন এম.পি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক মো. আফজালুর রহমান বাবু, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের আলী, সাংগঠনিক সম্পাদক আফম মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সহ-সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
সম্মলনে সাবেক ছাত্রনেতা ও আইনজীবি জিল্লুর রহমানকে সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আহমদকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিমুল ইসলামকে তানিমকে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ঘোষনা করা হয়।