1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়


আব্দুল মুকিত, বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকেলে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ২টি মাংসের দোকান ও ৫টি ফার্মেসী থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

সরেজমিনে গেলে দেখা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা ও জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল হক, স্যানিটারী ইন্সপেক্টর আফসার আলী ও থানার এসআই আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে উপজেলার রতুলি বাজারের মাংস বিক্রেতা রইয়াছ আলী ও আব্দুল আজিজকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও, বিভিন্ন অনিয়মের দায়ে দাসেরবাজারের দি ওয়াহিদ ফার্মেসীকে ৪ হাজার টাকা, এসকে ফার্মেসীকে ৩ হাজার টাকা, শাহজালাল ফার্মেসীকে ৩ হাজার টাকা, জয়তারা আয়ুর্বেদীকে ২ হাজার টাকা ও শান্তি মেডিলকেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা নানা অনিয়মের দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপের সত্যতা স্বীকার করে জানান, প্রশাসনের এধরণের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet