1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

বড়লেখায় পৌর নির্বাচন উপলক্ষ্যে সেন্টারে সেন্টারে ইভিএম প্রদর্শনী, অনুশীলণমূলক (মক) ভোট গ্রহন


মো: আব্দুল মুকিত, বড়লেখা প্রতিনিধি :
১ম ধাপে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বড়লেখা পৌরসভা সাধারন নির্বাচন।নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করে, ভোটারদেরকে ভোটপদ্ধতি সর্ম্পকে অবহিত করতে, অনুশীলনমূলক ভাবে পৌরসভার ১০টি সেন্টারে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (মক) ভোটগ্রহনের আয়োজন করে নির্বাচন কমিশন।

প্রথম দিকে নির্বাচন কমিশন কর্তৃক ইভিএম ভোটদান পোষ্টার বিলি ও বড়লেখা বাজারে ইভিএমে ভোটদান প্রদর্শনী আয়োজন করা হয়, এতে ভোটারদের মধ্যে অনেকটা উৎফুল্ল, উদ্দীপনা দেখা যায়।

নির্বাচন কমিশন কর্তৃক 26 ডিসেম্বর ১০টি কেন্দ্রে হিনাইনগর সরকারি প্রাথমিক, বিদ্যালয়, নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজ, বড়লেখা সরকারি কলেজ, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিসি সরকারী উচ্চ বিদ্যালয়, এবাদুর চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, বড়লেখা মুহাম্মদিয়া আলিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রগুলোতে অনুশীলনমূলক (মক) ভোটগ্রহণ চলতে দেখা গেছে। এতে প্রার্থীসহ ভোটররা অংশগ্রহণ করে, কীভাবে ভোট দেয়া যায় তা ভোটারদের শিখিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, বড়লেখা পৌর নির্বাচনে মেয়র পদে, আওয়ামীলীগ, বিএনপি, স্বতন্ত্রসহ মোট ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ জন। ১০টি ভোট কেন্দ্রের বুথ সংখ্যা ৪৩টি।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, অনুষ্ঠিতব্য আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৬ ডিসেম্বর নতুন এ পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হয়, ভোটারদের ধারণা দিতে অনুশীলনমূলক ভোটিংয়ের আয়োজন করা হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet