নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
বড়লেখা উপজেলা প্রতিনিধি, মো আব্দুল মুকিতঃ চলতি বৎসরে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষনা না হলেও সম্ভাব্য প্রার্থীরা গনসংযোগ, সভা, লবিং, ফেষ্টুন, ব্যনার দিয়ে নিজেদের প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
মৌলভীবাজারের বড়লেখার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা সন্তান মোমিনুর রহমান টনি। তিনি উপজেলা ছাত্রলীগের ৯৩ কমিটির সাবেক প্রচার সম্পাদক, সড়ক পরিবহন শ্রমিকলীগের বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বড়লেখা উপজেলা মৌলভীবাজার অটোরিক্সা, টমটম, মিশুক, টেক্সি-কার শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। বড়লেখা উপজেলায় রাজনৈতিকভাবে নির্যাতিত আওয়ামীলীগ নেতা-কর্মীর মধ্যে তিনি অন্যতম। ছাত্র থাকাকালীন সময়ে তৎকালীন বিএনপি জোট সরকার আমলে দীর্ঘ ১৪ মাস কারাবরণ ছিলেন। এছাড়াও দলের জন্য বিভিন্ন সময়ে জেল-জুলুমের স্বীকার হন। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দলের জন্য আজীবন ত্যাগী এই মানুষ আগামী ইউপি নির্বাচনে উত্তর শাহবাজপুর ইউনিয়নে নৌকা প্রতীকের অন্যতম দাবীদার। তিনি ২০১১ সালের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। বিগত ২০১৬ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্তের উপর ভিত্তি করে আর নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করেননি। সীমানবর্তী এই ইউনিয়নে মোমিনুর রহমান টনিকে নৌকার প্রার্থী দেখতে চায়, এলাকার সাধারণ ভোটাররা। অনেকে মনে করেন, স্বচ্ছ, স্পষ্টভাষী এই মানুষকে চেয়ারম্যান নির্বাচিত করলে এলাকার দরিদ্র, অসহায় নিপীড়িত মানুষের তাদের ন্যায্য অধিকারসহ সঠিক বিচার পাবে। তাহার সমর্থনে কয়েকটি ওয়ার্ডে মতবিনিময় সভা করতেও দেখা যায়। মুক্তিযোদ্ধার সন্তান এবং আওয়ামী পরিবারের ত্যাগী হিসেবে তাকে মনোনয়ন দিয়ে যর্থাথ মূল্যায়ন করা হবে বলে অনেকের ধারনা। তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কের মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন সহ দলীয় নীতিনির্ধারক পর্যায়ের কাছে বিনীত অনুরোধ জানান।