নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
মো: আব্দুল মুকিত, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জল। তিনি শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক, নিজবাহাদুরপুর ক্রিকেট ক্লাবের উপদেষ্টা, এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই ছাত্রনেতা স্বল্প সময়ে ইউনিয়নের বৃদ্ধ, যুবক মানুষের আস্থা, ভালোবাসার ঠিকানায় পরিণত হয়েছেন। বিগত নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী থাকলেও দলীয় সিদ্ধান্তে নির্বাচনে অংশ নেননি। জাতীয় ও স্থানীয় নির্বাচনে নিজ ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে থাকেন। এবারের নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশায় ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নবাসী। বয়সে তরুন হওয়ায় ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে তাঁকে নিয়ে রয়েছে বাড়তি আগ্রহ। অনেকের ধারণা, বদরুল আলম উজ্জ্বলকে নৌকার প্রার্থী মনোনীত করলেও নিজবাহাদুরপুর ইউনিয়নে নৌকার জয় হবে। ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরে, পরিবর্তন, সমস্যা সমাধানে প্রয়োজনীয় সঠিক প্রার্থী নির্বাচন। নিজবাহাদুরপুর ইউনিয়নে বদরুল আলম উজ্জলকে নৌকার মনোনয়নের দেওয়ার জন্য স্থানীয় এবং নীতিনির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানান।