নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১২ মে, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে নাসিরনগর থানার চাতলপার পুলিশ ফাঁড়িতে বদলি করেছেন জেলা পুলিশ।
আর চাতলপার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জন কুমারকে সদর থানায় পুলিশ পরিদর্শক (অপারেশন) করা হয়েছে।
মঙ্গলবার রাতে তাদেরকে বদলি করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন।
তিনি জানান, এই বদলি একটি সাধারণ প্রক্রিয়া। স্বাভাবিক কারণেই জেলা পুলিশের এক আদেশে তাদেরকে বদলি করা হয়েছে।
এর আগে গত ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে রংপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করে পুলিশ সদর দপ্তর।